স্বপ্নের লাদাখ-নুব্রা ভ্যালী-প্যাংগং লেক ভ্রমণ

images

লাদাখ বা লা-দ্বাগস (তিব্বতি: ལ་དྭགས, ওয়াইলি: la dwags) ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল, এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী 

এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত, ১৯৪৭ সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।[৫][৬] 

এর পূর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য, ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান-শাসিত 

গিলগিত-বালতিস্তান এবং জিনজিয়াংয়ের দক্ষিণ-পশ্চিম কোণটি সীমাবদ্ধ সুদূর উত্তরে কারাকোরাম পাস। এটি কারাকোরাম পরিসরের সিয়াচেন 

হিমবাহ থেকে উত্তরে মূল গ্রেট হিমালয় পর্যন্ত বিস্তৃত।[৭] এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। 

লাদাখ ভারতের জনবিরল এলাকাগুলির মধ্যে অন্যতম। ঐতিহাসিককাল ধরে বালটিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিটি,  

রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল। জনবসতিহীন আকসাই চিন সমভূমি নিয়ে গঠিত পূর্ব প্রান্ত, 

ভারত সরকার লাদাখের অংশ হিসেবে দাবি করেছে এবং ১৯৬৩ থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে।

---------------------------------------------------------------------

==========================

?অফিস ঠিকানা -- ৮৯/১ সুপার মার্কেট, কাকরাইল, ২য় তলা ,রুম নাম্বার (১৩৪) ঢাকা ১০০০।

Sahyed Rubel : 01911249470 / 01873249470

---------------------------------------------

?বাংলার অভিযাত্রী ওয়েবসাইট লিংক -

https://banglarovijatri.com/

---------------------------------------------

?বাংলার অভিযাত্রী ফেসবুক গ্রুপ লিংক -

https://www.facebook.com/groups/banglar.ovijatri

---------------------------------------------

?বাংলার অভিযাত্রী ফেসবুক পেজ লিংক -

https://www.facebook.com/banglarovijatritravelandtourism

==========================

==========================

?স্বপ্নের লাদাখ-নুব্রা ভ্যালী-প্যাংগং লেক ভ্রমণ।

?ভ্রমণ সময়--৫ রাত ৬ দিন(লাদাখ ল্যান্ড প্যাকেজ)

?ভ্রমণ খরচ-- জনপ্রতি ২৭,৫০০/- টাকা।

?যোগাযোগ-- ০১৯১১২৪৯৪৭০ / ০১৮৭৩২৪৯৪৭০

==========================

==========================

?আনুমানিক ভ্রমণ পরিকল্পনা :-

▪️▪️▪️▪️▪️▪️

?১ম দিনঃ #lehairport #leh_local_sightseeing

আজ প্রথম দিন এয়ারপোর্ট থেকে রিজার্ভ করা গাড়ি দিয়ে হোটোলে চলে যাবো। #lehcity 3500 meter / 11,500 feet 

উচ্চতা লাদাখের আবহাওয়া কিছুটা রুক্ষ তাই আমরা আজ এর আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিবো বিশ্রাম করবো। 

কিছু সময় করে #lehmonestry #thikseymonastery #ranchoschool এবং লাদাখ ট্যুরের সকল পার্মিশন নিতে ডিসি অফিসে যাবো সাথে

 #leh_city ঘুরে হোটেলে চলে যাবো এবং বিশ্রাম নিবো।

✅লেহ শহরে হোটলে রাত্রিযাপন।

Breakfast (No) Lunch (No) Dinner (Yes)

-------------------------------------------

?২য় দিনঃ #leh_sightseeing

আজ সকালে নাস্তা করে আমরা বের হবো লেহ শহরে আশে পাশে ঘুরতে আমরা এক এক করে দেখবো #gurudwarapatharsahib 

#magnetichill #sangamview #zanskarriver #IndusRiver #lehpalace সব ঘুরে আমরা চলে যাবো হোটেলে নিজদের মত সময় কাটিয়ে ঘুমিয়ে পরবো।

✅লেহ শহরে হোটেলে রাত্রিযাপন।

Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)

---------------------------------------------

?৩য় দিনঃ #leh #khardulnglapass #nubravalley

আজ আমাদের স্বপ্নের দিন। আমরা সকালে নাস্তা করে হোটেল রুম চেক আউট করে চলে যাবো আমরা পৃথিবীর উচ্চতম মোটরবাইক চলাচলের রাস্তা 

#khardulnglapass 5,359 meter (17,582 feet) ধরে #nubravalley #hundar খারদুংলা পাশে অক্সিজেন প্রব্লেম হয় তাই দ্রুত আমরা 

ছবি/ভিডিও করে আমরা নুব্রা ভ্যালী। পথে দেখবো #discitmonastry নুব্রা ভ্যালীতে আমরা সেখানে দুই কুজ এর এক বিরল উটের পিঠে ঘুরবো (নিজ খরচে) 

#doubleHumpedCamel নুব্রা ভ্যালী ঘুরে আমরা রাতে থাকবো নুব্রা ভ্যালী / হুন্ডার।

✅নুব্রা/হুন্ডারে কটেজ/ক্যাম্পে রাত্রিযাপন।

Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)

--------------------------------------------

?৪র্থ দিনঃ #nubravalley #pangonglake

আজ আমাদের আর এক স্বপ্নের দিন। সকালে নাস্তা করে হোটেল/ক্যাম্প থেকে চেক আউট করে চলে যাবো প্যাংগং লেক এর উদ্দেশ্যে।

থ্রি ইডিয়টস এর শেষ দৃশ্যের জন্যে বিখ্যাত #pangonglake লেক দেখবো আমরা। সাথে ইন্ডিয়া-চিনের বর্ডার যেখানে আপনি তিব্বতের 

একটা ফিল পাবেন। সব ঘুরে আজকে আমরা প্যাংগং লেকের আশে পাশে হোটেল/ক্যাম্পে থাকবো সকালের ভিউ কেমন হবে সেটা না হয় আর নাই বললাম।

✅প্যাংগং লেক কটেজ/ক্যাম্পে রাত্রিযাপন।

Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)

---------------------------------------------

?৫ম দিনঃ #pangonglake #lehcity

আজ সকালে উঠে নাস্তা করে আমরা চলে যাবো #changlapass

5,360 meter (17590 feet) উচ্চতম রাস্তা ধরে চলে যাবো লেহ শহরে আমাদের হোটেলে । রাতে কিছু সময় নিজদের মত করে ঘুরে দেখবো 

লাদাখ লোকাল জায়গা গুলো ঘুরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।

✅লেহ শহরে হোটেলে রাত্রিযাপন।

Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)

--------------------------------------------

?৬ষ্ঠ দিনঃ #lehighvalley #lehairport

আজকে আমাদের অফিসিয়ালি ট্যুর সমাপ্ত সবাই সকালে নাস্তা করে রুম চেক আউট করে এয়ারপোর্ট থেকে ঢাকা/দিল্লি/কাশ্মির ফ্লাই করতে পারেন।

Breakfast (Yes) Lunch (No) Dinner (No)

==============================

? ভ্রমণে যা দেখবোঃ

--------------------------------

★ Leh Monestry

★ Rancho School

★ Leh City

★ Thiksey Monastery

★ Gurudwara Pathar Sahib

★ Magnetic Hill

★ Sangam View

★ Zanskar River

★ Indus River

★ Leh Palace

★ Khardulngla Pass

★ Nubra Valley

★ Hundar

★ Double Humped Camel

★ Pangong Lake

★ Cangla Pass

=============================

?অতিরিক্ত শর্তাবলীঃ

✔ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ বিমান/রেল- বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে, 

এর জন্য অতিরিক্ত সকল খরচ সরাসরি ব্যক্তিগত বহন করতে হবে।

✔ বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।

==============================

? শিশু পলিসিঃ

?০-৩ বছর বয়স পর্যন্ত শিশুর কোন খরচ লাগবেনা (গাড়ীতে কোলে নিতে হবে এবং হোটেলে থাকার রুম শেয়ার করবে,বাবা মায়ের সাথে, আলাদা খাবার পাবেনা )

? ৩-৫ বছরের শিশুদের জন্য ছাড় প্রযোজ্য হবে আলোচনা সাপেক্ষে।

? ৫ ঊর্ধ্বদের জন্য প্যাকেজ মূল্যে কোন ছাড় প্রযোজ্য নয়।

==============================

?------ভ্রমণ খরচ-------?

?--(লাদাখ টু লাদাখ ল্যান্ড প্যাকেজ)--?

?------জনপ্রতি ২৭,৫০০/- টাকা-----?
==============================

?--(বাই এয়ার + বাই রোড প্যাকেজ)--?

?------জনপ্রতি ৭৩,৫০০/- টাকা-----?
==============================

?--(ফুল বাই এয়ার প্যাকেজ)--?

?------জনপ্রতি৮৫,৫০০/- টাকা-----? 

==============================

?ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেনঃ

????????????

---------------------------------------------

☑️ লেহ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ

☑️ লেহ-নুব্রা ভ্যালী-হুন্ডার-প্যাংগং সকল সাইড সিন।

☑️ লাদাখ টু লাদাখ গাড়িতে সম্পূর্ণ ট্যুর।

☑️ ৩ রাত লেহ শহরে হোটেলে থাকা।

☑️ ১ রাত নুব্রা ভ্যালীতে হুন্ডারে হোটেল/টেন্টে থাকা।

☑️১ রাত প্যাংগং লেকের কাছে হোটেলে/টেন্টে থাকা।

☑️প্রতিদিন সকাল ও রাতের খাবার।

☑️রিজার্ভ গাড়ির টোল, ট্যাক্স ও পার্কিং এর খরচ।

☑️প্রতি রুমে ২ জন (কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই)

==========================

?ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেন নাহঃ

?????????????

❌বিমান-ট্রেন-বাস টিকিট।

❌দুপুরের খাবার।

❌কোন ধরনের প্রবেশ ফি ও রাইড খরচ (ক্যামেল রাইড,বাইক রাইড কনো ধরনের এক্টিভিটি।

❌সকল ব্যক্তিগত খরচ (যেমন, টিপস, লন্ড্রি, টেলিফোন, পানীয়, চিকিৎসা, শপিং খরচ, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)।

❌প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।

❌কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।

❌শীতের কাপড়, বুট ভাড়া

==========================

➡️ বিমানে টিকিট আপনি নিজে করতে পারেন অথবা আমাদের মাধ্যমে করতে পারবেন ।

➡️ বিমান ছাড়া মানালি-কাশ্মির থেকে বাই রোডে ও ট্যুর করতে পারেন আলাপ সাপেক্ষ সব ব্যাবস্থা আমরা করে দিবো।

➡️ কমপক্ষে ২ জন/৪জন হলে কাস্টমাইজ করে প্রাইভেট ট্যুরে আপনাদের সুবিধাজনক যেকোন দিন লাদাখ ভ্রমণ করতে পারবেন।

==========================

➡️ ট্যুরে যাবার ২ দিন আগে পুরো ট্যুরের টাকা ঢাকা অফিসে জমা করে দিতে হবে ।

==========================

?কনফার্ম করার জন্য ১৫,৩০০ টাকা বিকাশ করতে হবে।

বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে বা ইভেন্ট পোষ্ট এ জানাতে হবে।?বুকিং টাকা অফেরতযোগ্য

?বিকাশ নাম্বার :

Sahyed Rubel : 01873-2494700 / 01911249470

==========================

?কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে এডমিনের সাথে দেখা করে ১৫,০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন।

?বুকিং টাকা অফেরতযোগ্য

?অফিস ঠিকানা -- ৮৯/১ সুপার মার্কেট, কাকরাইল, ২য় তলা ,রুম নাম্বার (১৩৪) ঢাকা ১০০০।

==========================

?আমাদের একাউন্ট নাম্বার

Eastern Bank L.t.d

A/c name --Banglar ovijatri travel & tourism

A/c number --1101070124220

A/c Branch - Chowk mogoltuli

==========================


Get in touch

Address
Banglar Ovijatri House #89/1 (2nd floor, Room No- 134), Kakrail Super Market, Dhaka 1000. Phone- 01873249470, 01890954222
×