কাশ্মীর নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই ,কাশ্মীরকে বলাই হয় ভূ-স্বর্গ। জমিনে যেন এক টুকরো স্বর্গ ।
শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, আরু ভ্যালী, বেতাব ভ্যালি প্রতিটি জায়গা যেন তার অপরুপ সৌন্দর্য্যের পসরা সাজিয়ে বসে আছে।
বিশাল পাহাড়ের গাঁয়ে ধবধবে সাদা চাদর সবুজের গালিচা বরফে ছুটোছুটি সব মিলিয়ে যেন স্বর্গীয় অনুভুতি। এবার কাশ্মীর যাত্রা হবে বাংলার অভিযাত্রীর সাথে।
এটি banglar ovijatri (বাংলার অভিযাত্রী) গ্রুপের নিজস্ব ইভেন্ট। আমাদের পরবর্তী সকল ইভেন্ট সম্পর্কে জানতে ও ভ্রমণ সম্পর্কিত সকল ধরনের তথ্য জানতে
এবং ভ্রমণকে উৎসাহিত করে তুলতে গ্রুপে নিজে জয়েন হোন এবং আপনার বন্ধু-বান্ধবকে জয়েন করিয়ে উৎসাহিত করুন।
====================================================
অফিস ঠিকানা -- ৮৯/১ সুপার মার্কেট, কাকরাইল, ২য় তলা ,রুম নাম্বার (১৩৪) ঢাকা ১০০০।
Sahyed Rubel : 01911249470 / 01873249470
---------------------------------------------
?বাংলার অভিযাত্রী ওয়েবসাইট লিংক -
https://banglarovijatri.com/
---------------------------------------------
?বাংলার অভিযাত্রী ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/banglar.ovijatri
---------------------------------------------
?বাংলার অভিযাত্রী ফেসবুক পেজ লিংক -
https://www.facebook.com/banglarovijatritravelandtourism
==========================
==========================
?ভূ-স্বর্গ কাশ্মীর-দিল্লি ভ্রমণ বাংলার অভিযাত্রী টিম।
?ভ্রমণ তারিখ -০৮ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর।
?ভ্রমণ তারিখ -১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর।
?ভ্রমণ তারিখ -২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর।
?ভ্রমণ সময় -- ৯ রাত ৯ দিন। বাই রোড।
?ভ্রমণ সময় -- ৬ রাত ৭ দিন। বাই এয়ার।
?ভ্রমণ খরচ--জনপ্রতি ৩৫,৫০০/-টাকা।বাই রোড।
?ভ্রমণ খরচ--জনপ্রতি ৫৩,৫০০/-টাকা।বাই এয়ার।
?যোগাযোগ -- ০১৯১১২৪৯৪৭০ / ০১৮৭৩২৪৯৪৭০
==========================
==========================
?আনুমানিক ভ্রমণ পরিকল্পনা :-
▪️▪️▪️▪️▪️▪️
?১ম দিনঃ #kolkata_delhi
কোলকাতার হাওড়া/শিয়ালদা রেল স্টেশন থেকে বিকেলের
Rajdhani Express/Duranta Express (3 AC) তে রওনা দিব দিল্লির উদ্দেশ্যে। ট্রেনে সন্ধার নাস্তা ও রাতের খাবার খেয়ে ঘুম।
✅ট্রেনে রাত্রিযাপন।
Breakfast (No) Lunch (No) Dinner (Yes)
-------------------------------------------
?২য় দিনঃ #delhi_jammu
সকাল ১০:৩০-১১:০০ টার মধ্যে পৌছে যাবো দিল্লি। সেখান থেকে আপনাকে রিসিভ করে হাটার পথ চাইলে অটো রিক্সায় করে চলে যাবেন পাহারগঞ্জের আমাদের নিদ্রিষ্ট হোটেলে।
চেক ইন করে ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারেন অথবা নিজেদের মতো করে দিল্লির #Redford #Indiagate #Kutubminar #Jamemasjid #Nizamuddin_Aulia
#Presidant-Bhaban দেখে নিতে পারেন। রাতে দিল্লি রেল স্টেশন থেকে Rajdhani Express (3 AC) এ জম্মুর উদ্দেশ্যে রওনা। রেলেই রাতের খাবার খেয়ে ঘুম।
✅ট্রেনে রাত্রিযাপন।
Breakfast (No) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
?৩য় দিনঃ #jammu_srinagar
ভোর ৫:০০-৫:৩০ এর মধ্যে পৌছে যাবেন জম্মু তাওয়াই স্টেশনে। স্টেশনের বাহিরে গিয়ে নির্ধারিত গাড়িতে রওনা দিব শ্রীনগর এর উদ্দেশ্যে।
পথে নাস্তার পর্বটি সেরে নিবেন। সবকিছু ঠিক থাকলে পাহাড়ি আকাবাকা পথ পাড়ি দিয়ে বিকেলের মধ্যে পৌছে যাবেন শ্রীনগর। যেহেতু বিশাল জার্নি শেষ করে শ্রীনগর পৌছবেন,
তাই সকলেই হোটেলে চেক ইন করে রেস্ট নিবেন। কেউ চাইলে নিজেদের মতো করে ডাল লেকের পাশে ঘুরে আসতে পারেন।
✅শ্রীনগরে হোটেলে রাত্রিযাপন।
Breakfast (No) Lunch (No) Dinner (Yes)
--------------------------------------------
?৪র্থ দিনঃ #srinagar_sonmarg_srinagar
শ্রীনগর থেকে সোনমার্গ এর উদ্দেশ্যে রওয়ানা। সারাদিন সোনমার্গ সাইডসিন এবং সন্ধায় শ্রীনগর এ ব্যাক।
(সোনমার্গ এ যাওয়ার পর জিরো পয়েন্ট যেতে চাইলে ইউনিয়ন এর গাড়ির খরচ নিজেদের বহন করতে হবে)
✅শ্রীনগর হোটেলে রাত্রিযাপন।
Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
?৫ম দিনঃ #srinagar_gulmarg_srinagar
শ্রীনগর থেকে গুলমার্গ এর উদ্দেশ্যে রওয়ানা। সারাদিন গুলমার্গ সাইডসিন করবেন। চাইলে গন্ডোলা রাইডে/ক্যাবল কারে চড়তে পারেন
(নিজ খরচে, টিকেট আগে থেকে অনলাইনে কাটতে হবে) বিকেলে শ্রীনগর এ ব্যাক।
✅শ্রীনগর হাউসবোটে রাত্রিযাপন।
Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)
--------------------------------------------
?৬ষ্ঠ দিনঃ #srinagar_pahalgam
শ্রীনগর এ সিটি সাইড সিন (নিশাত গার্ডেন, শালিমার গার্ডেন, চশমা শাহী, হযরত বাল সহ লোকাল সাইট সিন করে পেহেলগাম এর উদ্দেশ্যে রওনা।
✅পেহেলগাম হোটেলে রাত্রিযাপন।
Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
?৭ম দিনঃ #pahalgam_betabvalley_pahalgam
পেহেলগাম সাইড সিন (বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চান্দনওয়ারী, বৈসারন ঘুরে সন্ধায় নিজেদের মতো করে শপিং।
(বেতাব ভ্যালি, আরু ভ্যালি ইউনিয়ন গাড়ির খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত)
✅পেহেলগাম এ রাত্রিযাপন।
Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
?৮ম দিনঃ #pahalgam_jammu_delhi
খুব সকালে উঠে পেহেলগাম থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা। রাতের
Rajdhani Express (3 AC) এ দিল্লির পথে থাকবো আমরা।
✅ট্রেনে রাত্রিযাপন।
Breakfast (Yes) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
?৯ম দিনঃ #delhi_kolkata
ভোর ৬:০০-৬:৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো দিল্লি। সেখান থেকে অটো রিক্সায় করে চলে যাবো পাহারগঞ্জের আমাদের নিদ্রিষ্ট হোটেলে।
চেক ইন করে চাইলে রেস্ট নিব অথবা নিজেদের মতো করে দিল্লির আসপাশ দেখে নিব। বিকেল ০৪ঃ৩০ মিনিটে দিল্লি রেল স্টেশন থেকে
Rajdhani Express/ Duronto Express (3 AC) এ কোলকাতার উদ্দেশ্যে রওনা। কিছু সুন্দর স্মৃতি সাথে নিয়ে ফেরা।
✅ট্রেনে রাত্রিযাপন।
Breakfast (No) Lunch (No) Dinner (Yes)
---------------------------------------------
==============================
? ভ্রমণে যা দেখবোঃ
--------------------------------
★দিল্লিতে রেস্ট (চাইলে নিজ খরচে ট্যুর)
★শ্রীনগর
★সোনমার্গ
★ গুলমার্গ
★পেহেলগাম
★ জম্মু
★ ডাল লেক
=============================
?অতিরিক্ত শর্তাবলীঃ
✔ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ বিমান/রেল- বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে,
এর জন্য অতিরিক্ত সকল খরচ সরাসরি ব্যক্তিগত বহন করতে হবে।
✔ বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।
==============================
? শিশু পলিসিঃ
?০-৩ বছর বয়স পর্যন্ত শিশুর কোন খরচ লাগবেনা (গাড়ীতে কোলে নিতে হবে এবং হোটেলে থাকার রুম শেয়ার করবে,বাবা মায়ের সাথে, আলাদা খাবার পাবেনা )
** ৩-৫ বছরের শিশুদের জন্য ছাড় প্রযোজ্য হবে আলোচনা সাপেক্ষে।
** ৫ ঊর্ধ্বদের জন্য প্যাকেজ মূল্যে কোন ছাড় প্রযোজ্য নয়।
==============================
?ভ্রমণ সময় -- ৯ রাত ৯ দিন। বাই রোড।
?ভ্রমণ সময় -- ৬ রাত ৭ দিন। বাই এয়ার।
?ভ্রমণ খরচ--জনপ্রতি ৩৫,৫০০/-টাকা।বাই রোড।
?ভ্রমণ খরচ--জনপ্রতি ৫৩,৫০০/-টাকা।বাই এয়ার।
==============================
?ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেনঃ
????????????
---------------------------------------------
☑️ কোলকাতা থেকে দিল্লি Rajdhani Express/Duronto Express (রির্টান (3 AC) ট্রেন টিকেট)
☑️ দিল্লি থেকে জম্মু Rajdhani Express (রির্টান (3 AC) ট্রেন টিকেট)
☑️ যাওয়া ও আসার দিন দিল্লিতে রেস্ট এর জন্য হোটেল।
☑️ জম্মু হতে রিজার্ভ গাড়িতে সম্পূর্ণ ট্যুর।
☑️ ২ রাত শ্রীনগরে ডিলাক্স হোটেলে থাকা।
☑️ ১ রাত ডিলাক্স হাউজ বোটে থাকা।
☑️২ রাত পেহেলগামে ডিলাক্স হোটেলে থাকা।
☑️প্রতিদিন সকাল ও রাতের খাবার (শ্রীনগর থেকে)
☑️রিজার্ভ গাড়ির টোল, ট্যাক্স ও পার্কিং এর খরচ।
☑️ ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড।
☑️পেহেলগামে আরু ভ্যালী, বেতাব ভ্যালী ঘুরার জন্য ইউনিয়ন গাড়ির খরচ।
☑️প্রতি রুমে ২ জন (কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই)
==========================
?ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেন নাহঃ
?????????????
❌ট্রাভেল ট্যাক্স ও বর্ডারে কোন ধরণের টিপস।
❌কোন ধরনের প্রবেশ ফি ও রাইড খরচ (গনডোলা রাইড, ক্যাবলকার, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি)
❌সোনমার্গ থেকে জিরো পয়েন্ট যাওয়ার ইউনিয়ন এর গাড়ির খরচ।
❌সকল ব্যক্তিগত খরচ (যেমন, টিপস, লন্ড্রি, টেলিফোন, পানীয়, চিকিৎসা, শপিং খরচ, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)।
❌প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
❌কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
❌দুপুরের খাবার
==========================
➡️ বিমানে ট্রাভেল করতে চাইলে ট্রেন ভাড়া বাদ দিয়ে এয়ার ফেয়ার যোগ হবে।
➡️ কমপক্ষে ২ জন/৪জন হলে কাস্টমাইজ করে প্রাইভেট ট্যুরে আপনাদের সুবিধাজনক যেকোন দিন কাশ্মীর ভ্রমণ করতে পারবেন।
==========================
?কনফার্ম করার জন্য ২০,৪০০ টাকা বিকাশ করতে হবে।
বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে বা ইভেন্ট পোষ্ট এ জানাতে হবে।
?বুকিং টাকা অফেরতযোগ্য
?বিকাশ নাম্বার :
Sahyed Rubel : 01873-2494700 / 01911249470
==========================
?কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে এডমিনের সাথে দেখা করে ২০,০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন।
?বুকিং টাকা অফেরতযোগ্য
?অফিস ঠিকানা -- ৮৯/১ সুপার মার্কেট, কাকরাইল, ২য় তলা ,রুম নাম্বার (১৩৪) ঢাকা ১০০০।
==========================
?আমাদের একাউন্ট নাম্বার
Eastern Bank L.t.d
A/c name --
Banglar ovijatri travel & tourism
A/c number --
1101070124220
A/c Branch - Chowk mogoltuli
==========================
➡️➡️ নোটঃ
>> আমাদের প্যাকেজে কাশ্মীর ভ্রমণ করতে আপনারা ঢাকা- শ্রীনগর- ঢাকা এয়ারে যেতে পারেন অথবা ঢাকা থেকে কলকাতা বাসে যেয়ে সেখান
থেকে কলকাতা-শ্রীনগর-কলকাতা এয়ারে যাতায়াত করতে পারেন। কলকাতা হয়ে গেলে সময় ২ দিন বেশি লাগবে, আর খরচ কিছুটা কম হবে।
এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা আমাদের কাছে থেকেই কম মূল্যে এয়ার টিকেট করতে পারবেন।
>> ভ্রমণ তারিখের কাছাকাছি সময় এয়ার টিকেট কাটলে মূল্য সাধারনত বেশি হয়ে থাকে।
তাই আপনার ভ্রমণ তারিখের ১ মাস আগেই এয়ার টিকেট কনফার্ম করতে চেষ্টা করুন।
==========================
?ভিসা : যাদের ভারতীয় ভিসা আছে পোর্ট যেদিক দিয়েই হোক সবাই আমাদের সাথে যোগ দিতে পারবেন
যাদের ভিসা নেই তারা ভিসা করে নিতে পারেন এ ব্যাপারে আমরা সর্বোচ্চ হেল্প করবো।
==========================
?সাথে যা নিতে হবেঃ
-------------------------------
?পাসপোর্ট
?করোনার ভ্যাকসিন সার্টিফিকেট
?পাসপোর্টে ডলার এন্ড্রোস
?পাসপোর্ট সাইজের ছবি
?পাসপোর্ট এবং ভিসার ফটোকপি
?কর্মক্ষেত্রের সনদ (NOC)
?প্রয়োজনীয় ঔষধ
?পাওয়ার ব্যাংক
?শীতের ভারী কাপড়
==========================