বান্দারবান নিলগীরি নিলাচল সিটি ট্যুর
বর্ষাকালে পাহাড় সাজে রাজকন্যার মতো চলে মেঘ পাহাড়ের খেলা তাদের সঙ্গ দেয় সবুজ বৃক্ষরাজি বিশুদ্ধ শান্তির পরশ থাকে চারদিকে প্রকৃতি যেন সবটুকু উজাড় করে দিয়ে পেখম মেলে বসে সৌন্দর্য বিকাশে। সাদা মেঘের ভেলা যেন মিতালি করে মিলিত হয় দিগন্তে আকাশ পাতাল পার্থক্যের প্রবাদ ভুলিয়ে দিয়ে সবাইকে একাকার করে তোলে তার শুভ্রতায়।সাদা যদি পবিত্রতার প্রতীক হয়, তাহলে তার উপর আলোর ছটা সেটাকে আরও অন্য উচ্চতায় নিয়ে যায়। দিগ-দিগন্তে অপরূপ সৌন্দর্যের ছড়াছড়ি যেখানে,তার অপর নাম বান্দরবানের নীলাচল। নীল বেদনার রং বলে ছড়িয়ে পড়লেও এখানে ঠিক তার বিপরীত ভাষা নীলাচল,নীলগীরি তাহলে প্রকৃতির সেরা সৌন্দর্যের নিদর্শন হিসেবে হৃদয় মন্দিরে ঠাঁইতো পেতোই না বরং নাম শুনলে মলিনতায় ভরে উঠত মন প্রাণ। কিন্তু না , এখানে মুদ্ধতায় মুদ্ধতা বাড়ায়, স্নিদ্ধতায় ভিজিয়ে দেয় প্রত্যেকের বেদনাতুর হৃদয় পরম মমতা ও ভালোবাসায়। তাই বাংলার অভিযাত্রী যাচ্ছে নীলাচল নীলগিরি আপনি ও হতে পারেন আমাদের সঙ্গী।
-------------------------------------------------------------------------------------------------------------
বান্দারবান নিলগীরি নিলাচল সিটি ট্যুর ভ্রমণ তারিখ – প্রতি সপ্তাহে বৃহস্পতিবার যাত্রা শুরু ।ভ্রমণ সময় -- ৩ রাত ২ দিন (১ রাত বান্দরবানে রাত্রী যাপন)ভ্রমণ খরচ -- ৫,৫০০ টাকাযোগাযোগ – ০১৯১১২৪৯৪৭০ / ০১৮৭৩২৪৯৪৭০
------------------------------------------------------------------------------------------------------------------------------------- এটি Bangalr Ovijatri (বাংলার অভিযাত্রী) গ্রুপের কমার্শিয়াল ইভেন্ট আমাদের পরবর্তী সকল ইভেন্ট সম্পর্কে জানতে ও ভ্রমণ সম্পর্কিত তথ্যের জন্য সবাই গ্রুপে আমাদের ট্রাভেল গ্রুপে এড হয়ে থাকতে পারেন ধন্যবাদ আনুমানিক ট্যুর প্ল্যান.....
১ম দিন -- রাতে ঢাকা থেকে বান্দরবান যাত্রা শুরু।
২য় দিন -- সকালে বান্দরবান শহরে নেমে আমরা হোটেলে উঠে পরবো । ফ্রেশ হয় নাস্তা করে চলে যাবো নিলাচল,মেঘলা পার্ক ঘুরে ফিরে আসবো শহরে এসে দুপুরের খাবার খেয়ে চলে যাবো সর্ণ মন্দির এবং রামজাদী মন্দির ঘুরে সন্ধার মধ্য চলে আসবো। তারপর সবাই নিজদেদের মত সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।
৩য় দিন-- খুব সকালে উঠে ফ্রেশ হয় রুম চেক আউট করে নাস্তা করে চলে যাবো নীলগিরি সেখানে দেখবো মেঘের খেলা ফিরে আশার পথে দেখবো চিম্বুক,শৈল প্রপাত এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সব ঘুরে চলে আসবো হোটেলে আমাদের জন্য গ্রুপিং রুম থাকবে যেখানে আমরা হালকা ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে রাতের খাবার খেয়ে ঢাকার পথে রাউনা দিবো।
৪র্থ দিন -- ইনশাআল্লাহ সকাল ৬ টায় ঢাকায় থাকবো আমরা ।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ভ্রমন স্থানঃ
★ নীলাচল
★ নীলগিরি
★ চিম্বুক
★ শৈল প্রপাত
★ সর্ণ মন্দির
★ রামিজাদী মন্দির
★ মেঘলা পার্ক
★ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই খরচে যা যা পাচ্ছেনঃ
ঢাকা-বান্দারবান- ঢাকা নন এসি বাসের টিকিট
২ দিন বান্দারবানে রিজার্ভ জিপ গাড়ি দিয়ে ঘুরা
২ দিন সকালের নাস্তা
২ দিন দুপুরের খাবার
২ দিন রাতের খাবার
১ রাত হোটেলে রাত্রি যাপন
সকল এন্ট্রি টিকিট
গাইড সার্ভিস
-------------------------------------------------------------------------------------------------------------------------
কনফার্ম করার জন্য ৮,১৬০ টাকা বিকাশ করতে হবে।
বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে বা ইভেন্ট পোষ্ট এ জানাতে হবে।
বিকাশ নাম্বার : ০১৮৭৩২৪৯৪৭০ / ০১৯১১২৪৯৪৭০
--------------------------------------------------------------------------------------------------------------------------
কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে এডমিনের সাথে দেখা
করে ৮,০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন।
অফিস ঠিকানা -- ৮৯/১ সুপার মার্কেট, কাকরাইল, ২য় তলা ,রুম নাম্বার (১৩৪) ঢাকা ১০০০।
----------------------------------------------------------------------
আমাদের একাউন্ট নাম্বার
Eastern Bank L.t.d
A/c Name --
Banglar Ovijatri Travel & Tourism
A/c Number --
1101070124220
A/c Branch - Chowk Mogoltuli
আমাদের একাউন্ট নাম্বার
Brack Bank
A/c Name --
Banglar Ovijatri Travel & Tourism
A/c Number
1545204539099001
A/c Branch - Shanti Nagar